দাঁদ নিরাময়ে মডার্ণ হারবালের খাদ্য ও পথ্য:




দাঁদ নিরাময়ে মডার্ণ হারবালের খাদ্য ও পথ্য:

১. নিম তেল : প্রথমে গরম পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে নিয়ে আক্রান্ত স্থান ভালভাবে মুছে শুকিয়ে নিতে হবে। এরপর নিম অয়েল তুলা  দিয়ে ভিজিয়ে লাগাতে হবে দিনে দুইবার।

২. কালোজিরা অয়েল : প্রথমে গরম পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে নিয়ে আক্রান্ত স্থান ভালভাবে মুছে শুকিয়ে নিতে হবে। এরপর কালোজিরা অয়েল তুলা দিয়ে ভিজিয়ে লাগাতে হবে দিনে দুইবার।

৩. স্কিন প্লাস সিরাপ : দুই চা - চামচ করে দিনে দুইবার খাবার পর সেব্য।



স্বাস্থ্য বিষয়ক পরামর্শ:

১. যেসকল খাদ্য খেলে এলার্জি হয় সেগুলো না খাওয়াই উত্তম।

২. ক্ষতস্থান ঢেকে রাখতে হয় এবং ক্ষতস্থানের সঠিক চিকিতসা করতে হয়।

৩. ব্যক্তিগত স্বাস্থ্যনীতি মেনে চলা উচিত

৪. ক্ষত অবস্থায় রাসায়নিক ঔষধের প্রয়োগ না করাই উত্তম।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন